এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তার জন্য মোল্লাহাট উপজেলায় একটি হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে মোল্লাহাট উপজেলা ছাত্রদল ও কেআর কলেজ ছাত্রদলের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়েছে।
হেল্প ডেস্কটি পরীক্ষাকেন্দ্রের পাশে স্থাপন করা হয়েছে, যেখানে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে কলম, পেন্সিল, স্কেলসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও, অভিভাবকদের জন্য রাখা হয়েছে বিশ্রামের ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন।
মোল্লাহাট উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়া। তারা আরও বলেন, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যেকোনো সহযোগিতায় তারা প্রস্তুত।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ছাত্রদলের এই মানবিক কার্যক্রমকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। পরীক্ষার পুরো সময়জুড়ে এই হেল্প ডেস্ক চালু থাকবে বলে জানা গেছে।
হেল্প ডেস্ক খোলায় ছাত্রদলের সকলকে অভিনন্দন জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও অধ্যাপক শাহিন সহ অনেকে।
হেল্প ডেস্কে স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকান, যুগ্ম আহ্বায়ক রাজ চৌধুরী, মামুন মোল্লা, নৌফেল শেখ, সজীব শেখ, সাগর শেখ, জাহাঙ্গীর হাসান, তালহা শিকদার, জুবায়ের শিকদার, রাজু শেখ, ইবাদ বিশ্বাস, জোহান শেখ, মামুন শেখ, নিশান শেখ ও তোহান শেখ সহ অনেকে।