নেত্রকোনার কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নে ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় লেঙ্গুড়া ইউনিয়নের দুটি স্থানে জগনাথপুর ও কাঁঠালবাড়ি এলাকা থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় এলাকার মানুষ ঘোর বিপাকে পড়েছে।এতে প্রায় ১০০টি রও বেশি আদিবাসী পরিবার বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় পড়ে আছে। একদিকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা রান্নাবান্না,কৃষি সেচ অন্যদিকে মোবাইল ফোন চার্জের কারণে যোগাযোগ বিছিন্ন নানা সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, এক মাস আগে জগনাথপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে , আর এখন আমাদের কাঁঠালবাড়ি থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়াতে আমরা বিপাকে পল্লি বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় আছি। একেতে পাহাড়িয়া জনপদ হিসেবে রাতের বেলায় আতংক বিরাজ করে, এছাড়াও এ দুটি ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ সংকটে মহা সমস্যায় প্রায় ২০০ একর জমি।
ভুক্তভোগীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী সাত্তিয়া নংমিন, উদয় ঘাগ্রাসহ অনেকেই বলেন, আমরা পরীক্ষার্থী, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা, বিদ্যুৎতের কারণে পড়াশোনা করতে পারছিনা। আমাদের মা বাবারা লেঙ্গুড়া বিদ্যুৎ অফিস শাখায় গেলে তারা বলেন, জন প্রতি মিটার বাবদ ৪০০০ থেকে ৫০০০ টাকা লাগবে তবেই উপায় হবে। এত টাকা কি করে দেই বলেন।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া বলেন, আমি শুনেছি, বিদ্যুৎ অফিসকে অবগত করেছি, তারা আমাকে আশ্বাস দেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না।
বিষয়টি কলমাকান্দা জোনাল অফিসের এজিএম (ম্যানেজার)কে অবগত করিলে তিনি বলেন, কেউ তো এসে অভিযোগ করেনি, ঠিক আছে তবে দেখতেছি, কিন্তু অপরদিকে স্থানীয় ভুক্তভোগীরা বলেছেন বারবার জানালেও অফিস কতৃপক্ষ তা আমলে বা কোন পদক্ষেপ নিচ্ছেন না।