নেত্রকোনার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ বোধবার (২৬ শে মার্চ) দ্বিপ্রর রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে ভোর থেকে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, সিপিবি, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা, জিও এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধাঞ্জলী শেষে কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুল কলেজ স্কাউট গার্লস গাইড পুলিশ আনচার কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শনী ও ছাত্র ছাত্রীদের নিয়ে খেলাধুলা ও চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে খেলাধুলার শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি করে রজনীগন্ধা স্টিক হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এক মিনিট নীরবতা পালন ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের, উপজেলা জামাতে ইসলামের সম্পাদক আবুল হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা কনিকা সরকার, থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন, বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টুটন, খারনৈ ইউনিয়ন চেয়ারম্যান অবায়েদুল হক, যুগ্ন আহবায়ক কলি আক্তার, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া, যুবদল আহবায়ক সাগর আহমেদ নাজিম, জহিরুল ইসলাম, আনোয়ারুল হক আইনল, সদস্য সচিব মোঃ সোলাইমান, ছাত্রদলের আহবায়ক গোলাম রসুল, যুগ্ন আহবায়ক ইসতিয়াক হাসান সৌরভ ও গ্রাম পুলিশসহ সকল পেশাজীবীর সর্বসাধারণ উপস্থিত ছিলেন।