রকিবুল ইসলাম রাকিব

ফ্যাসিস্টদের অস্তিত্ব মুছে ফেলা হবে-

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৬:১১ পিএম : | আপডেট: ২ এপ্রিল, ২০২৫, ০৬:১১ পিএম
ফ্যাসিস্টদের অস্তিত্ব মুছে ফেলা হবে-

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, "ফ্যাসিস্ট শক্তি আওয়ামীলীগকে জুলাই আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হলেও সারাদেশে তাদের অস্ত্তিত্ব এখনও বিদ্যমান। তাদের অস্ত্তিত্ব্ব মুছে ফেলা হবে।"

মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় মুক্তাগাছা পৌরসভা প্রাঙ্গনে উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "যারা জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। শহীদদের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে আওয়ামী লীগ এখনো নিস্ক্রিয় হয়নি। আমাদের লক্ষ্য তাদের পুরোপুরি পরাজিত করা। গত ১৫ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ছাত্র রাজনীতি ক্ষতিগ্রস্থ করেছে। বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর মামলা হামলা ও নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু ছাত্রদের আন্দোলনের ফলস্বরূপ ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে। ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের সাথে ছিল এবং থাকবে।"

এ সময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নিয়ামুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল হক আরিফ, সদস্য সচিব আসাদ ফরাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব আমির ফয়সাল এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম পলাশসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে