পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে তার গ্রামের বাড়ী উপজেলার পূর্ব ধাওয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পূর্ব ধাওয়া গ্রামের মোদাচ্ছের আলী হাওলাদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াকুব আলীর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় ছাত্র হত্যা মামলা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ একাধিক আওয়ামীলীগ নেতার সঙ্গে ইয়াকুব আলী হাওলাদার এর ছবি ভাইরাল হয়। হঠাৎ করে ঈদে সে বাড়ীতে গেলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ইয়াকুব আলীকে ভাণ্ডারিয়া থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাড্ডা থানায় হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, ইয়াকুব আলী বিরুদ্ধে নয়, তার ভাই ইলিয়াস আলীর বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা রয়েছে সে পলাতক।