১৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপির ঈদ উদযাপন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০৫:৪৩ পিএম
১৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপির ঈদ উদযাপন

১৬ বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন বরিশালের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ সময় পর এবার দলটির মনোনয়ন প্রত্যাশীরা বাঁধাহীন ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল ছিলেন। তারা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।রমজান মাসে ইফতার ও দোয়া-মাহফিলে অংশগ্রহণ, ঈদ উপলক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণের পর এবার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানকে ঘিরে নির্বাচনী এলাকাগুলোতে ভিন্ন রকম আমেজ সৃষ্টি হয়েছে। অপরদিকে দীর্ঘদিন পর দলবল আত্মীয়-স্বজন নিয়ে এবার ঈদ উদযাপন করতে জেলার সবকটি নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাছাড়া মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে তাদের হাইপ্রোফাইল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। প্রত্যেকেই তাদের স্ব স্ব এলাকায় নিজস্ব বলয় নিয়ে ঈদ উদযাপন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিগত ওয়ান ইলেভেনের সময় থেকে নির্বাচনী মাঠে রয়েছেন। তারই ধারাবাহিকতায় রমজান মাসে দুই উপজেলার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সকল গণমাধ্যম কর্মীদের সম্মানে তিনি পৃথক পৃথকভাবে ইফতার মাহফিল করেছেন। পরবর্তীতে ঈদ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীসহ দুই উপজেলার দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ঈদের দিন থেকে অদ্যবর্ধি তার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সর্বশেষ বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজিহার গ্রামের নিজ বাড়িতে দুই উপজেলার প্রায় চার হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে ঈদ পুর্নমিলনীর আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বরিশাল-৫ (সদর) আসনে দীর্ঘদিন থেকে বিরামহীনভাবে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে একজন আস্থাভাজন নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। ঈদকে কেন্দ্র করে তিনি সব শ্রেণি ও পেশার মানুষের মাঝে তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছেন। প্রতিদিনই বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তৃণমূলের মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করা আবু নাসের মো. রহমাতুল্লাহ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

অপরদিকে ঈদের পরের দিন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বিভাগের কৃষকদলের নেতৃবৃন্দরা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক লায়ন আক্তার সেন্টুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন বক্তারা বাংলাদেশের কৃষকদের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে লায়ন আক্তার সেন্টুকে বরিশাল-২ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি করেছেন।

এছাড়া দীর্ঘ ২০ বছর পর নিজ জন্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ঈদ উদযাপন করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি এলাকার কর্মী সমর্থকদের নিয়ে ঈদ উদযাপন এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। 

সার্বিক বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, দীর্ঘ ১৬ বছর বহু অত্যাচার নির্যাতন সহ্য করে এবার স্বস্তির ঈদ উদযাপন করেছি। তাই আমাদের নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে আনন্দ এবং শুকরিয়া দেখেছি। জেলার সবকটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা পুরো রমজান এবং ঈদ উপলক্ষে মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। এতে বিএনপির প্রতি গনমানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিদ্বন্ধিতা নয়; প্রতিযোগিতা করে জনসেবায় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে