দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০৪:১৩ পিএম
দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদের ছুটিতে বাড়ি এসে মাটি পরিবহন করা ড্রাম ট্রাকের চাপায় মো.শফিউল্লাহ (৪০) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬ টার দিকে দেলদুয়ার টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয় শফিউল্লাহ্। হাঁটার এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পৌঁছলে ঢাকা মেট্রো-ড-১১-৫১১২ মাটিবাহী ট্রাকটি তাকে চাপা দিয়ে ইঞ্জিনের নিচে ফেলে দেয়। সড়কে লোকজনের উপস্থিতি না থাকায় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পথচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ইঞ্জিনের নিচ থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শফিউল্লাহ্ উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ্ মজনুর ছেলে। তিনি আনসার ভিডিপির কমান্ডার হিসাবে কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার এসআই মোহাম্মদ আলী। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ডুবাইল  ইউনিয়ন বিএনপি'র  আহবায়ক , সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব কার্তিক চন্দ্র ভৌমিক ও ডুবাইল ইউনিয়ন   যুবলীগের  সভাপতি রাজিবকে  সাথে নিয়ে মৈষ্টা নদী থেকে অবৈধ  মাটির ব্যবসা পরিচালনা  করে আসছে। উপজেলা  প্রশাসন বিভিন্ন সময়  অভিযান করে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  জরিমানা করেন।ডুবাইল ইউনিয়ন  বিএনপি নেতা সাদেক এর  সাথে উপজেলা বিএনপি'র এক প্রভাব শালী  নেতা এবং  তার ছেলের সাথে  ঘনিষ্ট  সম্পর্ক  থাকার  কারনে   প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  রাতে এবং ভোরে  বর্তমান  মাটি ব্যবসা পরিচালনা করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে