কাপাসিয়ার মাই টিভি সাংবাদিক এর জানাজা সম্পন্ন

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৯:৫৯ পিএম : | আপডেট: ২৭ মার্চ, ২০২৫, ০৯:৫৯ পিএম
কাপাসিয়ার মাই টিভি সাংবাদিক এর জানাজা সম্পন্ন

মাই টিভি'র কাপাসিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মজিবুর রহমানের জানাজা নামাজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। এর আগে তিনি সকাল সোয়া ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

উপজেলার রায়েদ ইউনিয়নের কৃতি সন্তান, মাই টিভির কাপাসিয়া প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মজিবুর রহমানের জানাজা নামাজে শরীক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ওয়াজ উদ্দিন মোল্লা, হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রমুখ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই ছেলে ও দুইমাস বয়সের এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে অত্যন্ত বিনয়ী, হাস্যোজ্জ্বল, মানবিক, পরোপকারী ও বন্ধুপরায়ন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার আবাল, বৃদ্ধ, বনিতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বহু রাস্তা ঘাট, মসজিদ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন। 

সাংবাদিক মজিবুর রহমানের মৃত্যুতে গভীর গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে