হোসেনপুরে অসহায় নারীদের ৫০০ শাড়ি বিতরণ

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৫, ০১:৫৭ পিএম
হোসেনপুরে অসহায় নারীদের ৫০০ শাড়ি বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপরে অসহায় মহিলাদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া ৫০০ শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণ করেন। জানা গেছে, সরকারের ঈদ উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া এসব ৫০০ শাড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় নারীদের হাতে তুলে দেওয়া হয়। সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা নিজ হাতে বয়স্ক,মানসিক, শারীরিক, স্বামী পরিত্যক্ত নারীদের নতুন শাড়ি পড়িয়ে দেন। এ সময় আড়াইবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: খুর্শিদ উদ্দিন ও শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন ,বিভিন্ন ওর্য়াডের ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে