নড়াইল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর সৌজন্যে পেড়লীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেড়লী ইউনিয়ন শাখা ও মুজাহিদ কমিটির যৌথ আয়োজনে রোববার স্থানীয় হাবিবুল আলম বীরপ্রতীক কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনের পদপ্রার্থী হাফেজ মোঃ খবির উদ্দিন, নড়াইল জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, কালিয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ অলিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেড়লী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মাও. ফিরোজ আহমেদ, মোঃ আবুল হাসান, শাহ মোঃ এনায়েত কবির কাজল, মোঃ নিজাম উদ্দিন শেখ, ক্বারী মোঃ মুরাদ হোসেন প্রমুখ।