কালীগঞ্জে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় তত্বাবধায়কের উপর হামলা

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০১:৫৩ পিএম
কালীগঞ্জে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় তত্বাবধায়কের উপর হামলা

কালীগঞ্জ শহরে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাংচুর ও একজনকে পিটিয়ে আহত করেছে। বুধবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্বাবধায়ক সাগর হোসেন পিটিয়ে আহত করেছে। 

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ভবনে সকাল থেকে মাইকে দেশাত্ববোধক গান বাজানো হচ্ছিল। একই মাইকে ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজাতে শুরু করেন। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সকাল ১০ টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়।তারা মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেনকে মারপিট করে আহত ও মাইক ভাঙচুর করে।কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও এ্যাড প্রতিষ্টানের স্বত্তাধিকারী ইয়াকুব আলী বলেন, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ১ হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন বলেন, হামলা বা মারপিট ঘটনার বিষয়টি ঘটনাটি জানা নেই । মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে