কালীগঞ্জে ওষুধের দোকানে চুরি করে, মালিককে চোরের ফোন!

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ১২:০৬ পিএম
কালীগঞ্জে ওষুধের দোকানে চুরি করে, মালিককে চোরের ফোন!

কালীগঞ্জ শহরে গভীর রাতে ওষুধের দোকানে চুরি করে চোর নিজেই দোকান মালিককে মোবাইল ফোনে জানিয়ে দিলেন। মোটা অংকের টাকা না পেয়ে দোকান মালিককে ফোন করে ঘটনার সবকিছু জানালেন স্বয়ং চোর নিজেই। এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জ শহরের মল্লিক ফার্মেসিতে। 

রোববার দিনগত মধ্যরাতে শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে রাতে চোরে দোকানের দেওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোকানের ক্যাশ বাস্কে বেশি টাকা না থাকায় চোর সদস্যরা ক্ষোভ প্রকাশ করে। বলে দাদা, আপনার ফার্মেসিতে চুরি করেছি, ক্যাশে টাকা কম রাখেন কেন ? বেশি দামের ওষুধ নিয়ে গেলাম।

ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন,ভোরের দিকে চোর চক্রের এক সদস্য আমার মোবাইল ফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন, ক্যাশে টাকা কম রাখলেন কেন ? একটু বেশি করে রাখতে পারেন না? যে কারনে দামি ওষুধ গুলো নিয়ে গেলাম।দোকান মালিক ফোন পেয়ে কথা গুলো বিশ্বাস করছিলেন না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পারেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের ফোন নম্বর শনাক্তকরণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে