সুন্দরবনে গোলপাতা কাটার অভিযোগে ৪ বাওয়ালী আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ পিএম
সুন্দরবনে গোলপাতা কাটার অভিযোগে ৪ বাওয়ালী আটক

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় গোলপাতা কাটার অভিযোগে ৪ জন বাওয়ালীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ২ টি ডিঙি নৌকা সহ গোলপাতা উদ্ধার করা হয়। জানা গেছে গত বৃহস্পতিবার রাতে খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা টহল ফাঁড়ির মানকির ভারানী এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের ঈদের স্পেশাল টিমের সদস্যরা এই ২ টি নৌকা বোঝাই গোলপাতা সহ ৪ জন বাওয়ালীকে আটক করে। আটককৃত বাওয়ালীরা হলেন কয়রা উপজেলার সোহরাব ঢালী, মোঃ নুরুজ্জামান ও দাকোপ উপজেলার সবুর সরদার ও আশরাফ গাজী। আটকের পর তাদেরকে কালাবগী স্টেশনে সোর্পদ করা হয়। 

খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন বলেন,আটককৃত বাওয়ালীরা পুর্ব বন বিভাগের পারমিট নিয়ে পশ্চিম বন বিভাগের অধিনস্থ এলাকায় অবৈধভাবে প্রবেশ করে গোলপাতা কাটার অভিযোগে তাদেরকে আটক করা হয়। কালাবগী স্টেশনে কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক বাওয়ালীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে