কালিগঞ্জের মৌতলায় জামায়াতে ইসলামীর ঈদ পূনর্মিলনী

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৭:১৮ পিএম
কালিগঞ্জের মৌতলায় জামায়াতে ইসলামীর ঈদ পূনর্মিলনী

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌতলা ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (৪এপ্রিল) রাতে মৌতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। 

মৌতলা ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের তালিমুল বিভাগের সেক্রেটারী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি প্রভাষক নুরুজ্জামান হাবিবী, ইউনিয়ন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাষ্টার রশিদুল ইসলাম , ইউনিয়ন যুব বিভাগের সভাপতি  ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুজ্জামান, ইউনিয়ন বাইতুল মাল সেক্রেটারী ও জামায়াত নেতা কাজী রহমতুল্লাহ ফারুকী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আইয়ুব  হোসেন প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে