কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের সদ্য ভূমিষ্ঠ দুই কন্যার মৃত্যু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৩:৫০ পিএম
কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের সদ্য ভূমিষ্ঠ দুই কন্যার মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সদ্য ভুমিষ্ঠ দুই কন্যা ২৪ ঘন্টার ব্যবধানে মারা গেছে । এ ঘটনায় উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া । বিএনপি নেতা হামিদ কন্যার মৃত্যুর খবরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলটির উপজেলা কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন । জানাগেছে, হামিদুল ইসলাম হামিদের সন্তান সম্ভবা স্ত্রী পিংকি ইসলাম সন্তান প্রসবের জন্য বুধাবার (২ এপ্রিল) রাজধানীর মহাখালি ইনিভার্সাল হাসপাতালে ভর্তি হন । সেখানে তিনি দুই কন্যা সন্তানের জন্ম দেন । জন্মের পরই দুই কন্যা সন্তানের অবস্থার অবনতি হওয়ায় তাদের আসিইউতে রাখা হয় । সেখানে এক কন্যা সন্তান বুধবার (২ এপ্রিল) দুপুর ১ টার পর  মারা যায় , আরেক কন্যা  বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১ টার পর মারা যায় । রাজধানীর ইউনিভার্সাল হাসপাতাল থেকে মুঠোফোনে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান পিয়াস জানান , আজ (শুক্রবার) সকালে ঢাকা থেকে দুই বাচ্চার মরদেহ কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় । শহীদ নূর আলী কলেজ মাঠে জুম্মা বাদ জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয় । কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ বলেন , এ ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক । দুই বাচ্চার লাশ ঢাকা থেকে আসবে সে জন্য আমরা অপেক্ষা করছি । উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের হুমাইরা জান্নাত প্রার্থনা নামের আরেক কন্যা সন্তান আছে ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে