বাগেরহাটের মোল্লাহাটে জমি জবর দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে জমির মালিকপক্ষের একজন নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার চর-আস্তাইল এলাকায় এ ঘটনা ঘটে। জমির রেকর্ডীয় মালিক দাবিদার মোঃ লিয়াকত চৌধুরী (৭০) জানান, স্থানীয় ইউনূস শেখ তার জমি অবৈধ জবরদখল করে রেখেছিল। কয়েকদিন আগে ওই জমি নিজ দখলে নিয়ে চাষ করেন তিনি। ঘটনার সময় প্রতিপক্ষ ইউনূস শেখের স্ত্রী নাজমা, তাদের আত্নীয় সজিব ও আজিজের নেতৃত্বে ৬/৭ জনে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে উক্ত জমি চাষ শুরু করে। তখন বাধা দিতে গেলে জবরদখল চেষ্টাকারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জমির মালিকের পুত্রবধূ রাজিয়া বেগম (২২), ছেলে মেহেদী (২২) ও ভাতিজা হাঃ মাঃ মাহামুদ চৌধুরী (২৭) আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মাঝে রাজিয়া বেগমের ডান চোখ গুরুতর যখমী বলেও জানান জমির মালিক মোঃ লিয়াকত চৌধুরী। এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, বিষয়টি মোবাইলের মাধ্যমে জানতে পেরেছেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।