কালীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ পিএম
কালীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সদর উদ্দিন বিশ্বাস এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবেশক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের উপজেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদ শিপলু জামানসহ পরিবেশক সমিতির বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। বক্তব্যে পরিবেশক সমিতির নেতারা বলেন, মরহুম সদর উদ্দিন বিশ্বাস ছিলেন ব্যবসায়ীদের অভিভাবক। তিনি ব্যবসায়ীদের পাশে থেকেছেন আমৃত্যু। সে সময় ব্যবসায়ী নেতারা তার নীতি অনুসরন করে ব্যবসায় পরিচালনা’র আহ্বান জানান। আলোচনা সভা শেষে মরহুম সদর উদ্দিন বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর মরহুমের জ্যেষ্ঠ পুত্র শিপলু জামান শহরে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। 

উল্লেখ্য, মরহুম সদর উদ্দিন বিশ্বাস ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি, ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং একজন  সমাজসেবক। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামের মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে