কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে অনাড়ম্বর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা ১৪৩২ । নতুন বছরকে বরণ করার জন্য উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা ,পান্তা ভাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করেন। পহেলা বৈশাখ সকাল ৮ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম (পুলক),উপজেলা বিএনপিরআহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লা , উপজেলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম নান্নু, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ দৌলতপুরের সকল শ্রেণী পেশার মানুষ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আগত সকলকে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত পরিবেশন করা হয়। উপভোগ্য পান্তাভাত শেষে নতুন বছর বরন করতে 'এসো হে বৈশাখ এসো এসো' সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের বিভিন্ন গানে ও নৃত্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলাল নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল হাই সিদ্দিকী তার সমাপনী বক্তব্যে নতুন বছর পেছনের সকল গ্লানি মুছে গিয়ে আগামীর দিনগুলো সুন্দর ও আনন্দঘন হোক এই কামনা করে আগত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ ছাড়াও দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়।