মোল্লাহাটে পহেলা বৈশাখে উপজেলা বিএনপির শোভাযাত্রা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:৪৯ পিএম
মোল্লাহাটে পহেলা বৈশাখে উপজেলা বিএনপির শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মোল্লাহাটে উপজেলা বিএনপি আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সদস্য মোঃ ইকবাল হোসেন শেখ, যুবদলের সাবেক সভাপতি ইকরামুল হক সাবু, যুবদল নেতা তরিকুজজামান শিমুল, বিএনপি নেতা তরিকুল ইসলাম মোল্লা, মোঃ চান মিয়া মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলের অংশগ্রহণে এ উৎসবকে আরও বর্ণিল করে তোলা উচিত।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে