সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর কয়রা শাখা এজেন্সীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কয়রা এজেন্সির স্বত্বাধিকারী এস এম মনিরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান,
,খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মইদুল ইসলাম সানা, মেহেদী হাসান, হোমিও চিকিৎসক ডাঃ কামরুজ্জামান,এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, আবুল কালাম আজাদ বাবলা, এস এম এ মজিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাসেল রানা, আনারুল ইসলাম, সবুজ, মুজাহিদুল ইসলাম রিপন, আশিকুজ্জামান আশিক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে
বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।