ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে তালাব হোসেন (৩২) নামের এক যুবককে পেটে রড ঢ়ুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। এসময় ঠেকাতে গিয়ে নিহত তালাবের শশুর ছবেদ আলী আহত হয়। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক রুবেলকে পুলিশ আটক করেছে।
স্থানীয়রা বলছে, তালাব হোসেনের সাথে প্রতিবেশি রুবেলের মধ্যে বিরোধ ছিল। এক সপ্তাহ আগে তালাব হোসেনের বাবা আয়ুব হোসেন মারা যায়। তালাব হোসেন এলাকায় থাকেন না। বাবা মারা যাওয়ায় এসেছিল। বৃহস্পতিবার সকালে তার চলে যাওয়ার কথা ছিল। তালাব তার শশুর বাড়ি ঘুমিয়ে ছিল। এসময় রুবেল বানর বাধা রড দিয়ে পেটে একাধিক আঘাত করে এবং পেটে রড ঢ়ুকিয়ে দেয়। তখন জামাইকে বাচাতে আসলে ছবেদ আলীকেও পিটিয়ে আহত করা করে। প্রতিবেশিরা রাতেই তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তালাবকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি শহিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুনি রুবেলকে আটক করা হয়েছে বলেও যোগ করেন ওসি।