ঝিনাইদহ কালীগঞ্জ শহরে বিএনপি আফিস ভাংচুর ও নাশকতা মামলার আসামী কোটচাদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুতফর রহমান কে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত ৩ টারদিকে পুলিশ তাকে আটক করে। সে দীর্ঘদিন পালিয়ে ছিল,শুক্রবার রাতে বাড়িতে আসে। পুলিশ খবর পেয়ে কোটচাদপুর শহরের পোষ্ট অফিস পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানায় আনে শনিবার দুপুরে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে। সে কোটচাদপুর শহরের মৃত শাহাদত হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, তার বিরুদ্ধে কালীগঞ্জ বিএনপি অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগ থাকায় আটক করা হয়েছে।