কিশোরগঞ্জে টিউবয়েল এ পানিতে সংকট মারাত্মক

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০২:০৪ পিএম
কিশোরগঞ্জে টিউবয়েল এ পানিতে সংকট মারাত্মক

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, কটিয়াদীসহ আশেপাশের উপজেলাগুলোতে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামার কারণে সাধারণ মানুষ টিউবয়েল পানির সংকটে আছে।  জানা যায় প্রতিটি উপজেলায় যেসকল গ্রামে ২শত ফিট, আড়াই শত ফিট, ৩’শত ফিট এবং ৫’শত ফিট টিউবয়েল আছে। সেগুলো থেকে গত এক মাস থেকে দেড় মাস ধরে টিউবয়েল থেকে পানি না উঠার কারণে লাখ লাখ সাধারণ মানুষ গোসল এবং খাওয়ার পানির ভোগান্তিতে আছে। এসব এলাকার সাধারণ জনগণ গণমাধ্যম কর্মীদেরকে বলেন, কৃষি মৌসুমে ইরি ও বোরো জমিতে পানি দেওয়ার কারণে এর সংকট প্রতি বছরই এ মৌসুমে দেখা দেয়। এ বছর তা তীব্র আকার ধারণ করেছে বলে জনগণ উল্লেখ করেন। তারা বলেন, গত ৬ মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে এ সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই মৌসুমে টিউবয়েল এর পানির জন্য গ্রামের বাসাবাড়ীতে গোসল করতে গিয়ে তাদের চরম আকার ধারণ করে। নদীর তীরবর্তি এলাকার বাসিন্দাদেরও এরকম সংকট হচ্ছে বলে অনেকে মন্তব্য করেন। কারণ ভূ-গর্ভস্থ কে আমরা নির্যাতন করার কারণে এরূপ ধারণ করছে। তবে বিভিন্ন নদী থেকে ড্রেজিং বসিয়ে বালি উত্তোলন করার ফলে এরূপ ধারণ করছে। সচেতন জনতা বলেন, এ প্রবাহ অব্যাহত থাকলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মন্তব্য করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে