কুরআনের রাজ কায়েম হলেই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। তিনি আরো বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে জন্য যোগ্য নেতা নির্বাচন করলেই শ্রমিকদের উন্নতি হবে। শ্রমিক যদি প্রাপ্ত পাওনা পেতে চান, যদি ঘাম শুকানোর আগে নিজের মেহনতের টাকা পেতে চান তাহলে কুরআনের আলোকেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আজ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালীর চৌমুহনী শহর শাখার পশ্চিম অঞ্চল উদ্দ্যেগে আয়োজিত শ্রমিকদের নিয়ে খোলা মাঠে ইফতার মাহফিলে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন পশ্চিম অঞ্চল পরিচালক শামসুদ্দিন রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক রেজানুল হক। চৌমুহনী পৌরসভা কর্মপরিষদ সদস্য মোফাখ্খার হোসাইন নাসিম। চৌমুহনী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওলি উল্ল্যা ইয়াসিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্ধ উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।