সেনবাগের শতাধিক রোজাদারকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে স্বেচ্চাসেবী সংগঠন ইয়াং হেল্প হিউম্যান বিডি পরিবার। সোমবার ইয়াং হেল্প হিউম্যান বিডি’র উদ্যোগে দেশ ও প্রবাসের বসবাস করা সকল দাতা এবং সংশ্লিষ্ট সদস্যদের জন্য ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইয়াং হেল্প হিউম্যান বিডি’র পরিচালক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনা অনুষ্ঠানে ইয়াং হেল্প হিউম্যান বিডি’র নিয়মিত দাতা সদস্য আমেরিকা প্রবাসী আজমল হোসেন টিটু ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া এবং অস্ট্রেলিয়া প্রবাসী মরহুম ড. কবির উল্যাহ রুহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের বিশেষ দোয়া করা হয়।