কয়রায় মিস্ত্রি ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার মালিক পক্ষ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৬:২৪ পিএম
কয়রায় মিস্ত্রি ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার মালিক পক্ষ

কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রি ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার হয়েছে মালিক পক্ষ। গতকাল বুধবার ( ২ এপ্রিল) সকালে বাগালী ইউনিয়নের উলার মোড় বাজারে এই  ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান উপজেলার মহেশ্বীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের তাজেল সানার পুত্র  রোকন সানা  একই গ্রামের রাজ মিস্ত্রী মৃত জাবের সরদারের পুত্র  বকুল সরদারকে দিয়ে ১ বছর পূর্বে পাকা বাথরুম তৈরী করে নেয়। তবে এটা নিচু করে তৈরী করে দেওয়ায় তা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে । তার এই সমস্যাটুকু ঠিক করে দেওয়ার জন্য রাজ  মিস্ত্রী বকুলকে বার বার বলা হলে  সেটা  ঠিক করে দেওয়া হবে বলে জনায় সে। সম্প্রতি ঐ রাজমিস্ত্রী রোকন সানাকে বালু সিমেন্ট টাইলস  কিনতে বলেন। তার কথা মতো তিনি সংস্কারের জিনিষপত্র কেনেন। কেনার পরেও মিস্ত্রী ঠিক করে না দিয়ে বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এমনকি মেরামত না করে দিয়ে বারবার ঘুরাতে থাকেন।  বুধবার সকালে উলা বাজার মোড়ে চায়ের দোকানে রাজ মিস্ত্রী বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে। মিস্ত্রী ক্ষিপ্ত হয়ে  চায়ের দোকান থেকে বের হয়ে  তার লোকজনকে ফোন করলে তার ভাই ডব্লিউ সহ একই গ্রামের  মিন্টু হাসান, হোসেন,বাবু, আলামিন সহ ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে।  এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করা হয়। এত কিছুর পরেও প্রকাশ্য বাজারে এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্ষতি হবে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এতে ভীত হয়ে পড়ে রোকন সানা সহ মারপিটে আহত ব্যক্তিরা। তারা দুষ্কৃতকারী লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ  ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে