কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদকসহ শীর্ষ মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাস (৩৫) কে আটক করেছে বিজিবি। এছাড়াও গত দু’দিনে বিজিবি’র পৃথক অভিযানে ৭ লক্ষ ২৯ হাজার ২২২ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানায়, কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ ১৫৩/৫-এস সীমান্ত পিলার হতে মাত্র ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শকুনতলা নামক স্থানে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় দেশীয় ধারালো অস্ত্র (১টি বল্লম, ১টি হাশুয়া ও ১টি ছুরি), ভারতীয় ৫ বোতল ফেনসিডিল ও মাদক সেবনের সরঞ্জামসহ সীমান্ত এলাকার শীর্ষ ও কুখ্যাত মাদক চোরাকারবারী রিংকু বিশ্বাসকে আটক করা হয়। সে উপজেলার প্রাগপুর ইউনিয়নের শকুনতলা গ্রামের মৃত নুরাল বিশ্বাসের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি যার নং-০৩। এছাড়াও, গত দু’দিনে উপজেলার আশ্রয়ন, জয়পুর ও মহিষকুন্ডি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২৭০ গ্রাম হেরোইন, ৩৯৩ বোতল ফেনসিডিল ও ৯ বোতল মদ উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক সিজার মূল্য ৭ লক্ষ ২৯ হাজার ২২২ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।