ঈদের দীর্ঘ ছুটিতেও বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদান অব্যাহত রয়েছে। মোল্লাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ এ সেবা প্রদান করছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী সেবা পরিবার পরিকল্পনা বিভাগের অগ্রাধিকারমূলক সেবা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ঈদের দীর্ঘ ছুটিতে গ্রামের সাধারণ মানুষ যাতে সেবা পায় সেজন্য স্বাস্থ্য কেন্দ্র খোলা রেখে বিশেষ সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।