ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী হাসান রাকিব (২৫) হত্যার আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। গত মঙ্গলবার বিকেলে উপজেলায় পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী পল্টন মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নিহতের মা, বাবা, বোন, ফুফু নাছিমা, ফুফাতো ভাই আমির সিরাজী আকন্দসহ আরও অনেকেই প্রমূখ। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন ১৫ দিনেও রহস্যজনক কারণে পাগলা থানা পুলিশ রাকিব হত্যার আসামিদের গ্রেফতার করেননি। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানান, অন্যথায় আগামীতে কালো পতাকা নিয়ে মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নিহত হন। নিহত রাকিব তললী গ্রামের মজিবুর রহমানের ছেলে।