ময়মনসিংহের গফরগাঁওয়ে পুনরায় বিয়ে করা অপরাধে প্রবাসী পিতাকে কুপিয়ে জখম করেছেন সাদ্দাম ফকির (৩০) নামের এক যুবক। এ ঘটনার পর পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা আল এমরান ফয়েজ।
আহত প্রবাসী পিতা হলেন গোলাপ ফকির (৫৫)। সে মৃত আব্দুল বারিক ফকিরের ছেলে। ঘটনার সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে যুবক পালিয়ে যায়। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গোলাপ ফকির দীর্ঘদিন বিদেশে চাকরি করে দেশে ফিরেন। বিদেশ থাকাকালীন সময়ে তার স্ত্রী মারা যান। তাই উনি দেশে ফিরে পুনরায় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। বিয়ে করার অপরাধে বড় ছেলে সাদ্দাম ফকির ক্ষিপ্ত হয়ে পিতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। সাদ্দাম ফকির মাদকাসক্ত বলেও স্থানীয়রা জানান।
পাঁচবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মান্নান বলেন, বাবা পুনরায় বিয়ে করার ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়েছে ছেলে। এ ঘটনায় পর থেকে ছেলে পলাতক। তবে তাকে আটকে চেষ্টা চলছে।