ইসলামপুরে নিখোঁজ জুয়াড়ির লাশ উদ্ধার

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০৬:৩৫ পিএম
ইসলামপুরে নিখোঁজ জুয়াড়ির লাশ উদ্ধার

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানের সময় পালিয়ে যাওয়া ১ জুয়াড়ির লাশ উদ্ধার করা হয়েছে।৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউপির রামভদ্রা গ্রামের বেড়িবাঁধ এলাকায় মো. চাঁন মিয়া(৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত চাঁন মিয়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর আটবারিয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। উল্লেখ্য, গত ২ এপ্রিল ইসলামপুরে অবৈধ ভাবে ভাবে চলা অশ্লীল নৃত্য ও জুয়ার আসরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে।  এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে চাঁন মিয়া নিখোঁজ হন। পরে দিনভর খোঁজা খুঁজির পর ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ। তিনি আরও জানান,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অঙ্গীকারনামা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে