ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলামের আহবানে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পরে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে মুক্তাগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ৫শতাধিক নেতাকর্মী ও ধর্ষিতার পরিবারের লোকজন অংশনেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব আসাদ ফরাজী, পৌর ছাত্রদলের আহব্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, যুগ্ন আহব্বায়ক আজিজুল ইসলাম, আরিফ রব্বানী, কলেজ ছাত্রদলের আহব্বায়ক শওকত হোসেন, ধর্ষিতার দাদা রিকাত উল্লাহ, চাচা শফিকুল ইসলাম, ভাই মানিক মিয়া ও আলম হোসেন প্রমুখ।
বক্তারা গ্রেফতারকৃত মূল আসামী দুলাল উদ্দিন ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও ধর্ষিতার পরিবারের নিরাপত্তা দাবি করেন। উল্লেখ্য, মুক্তাগাছার মহিষতারা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ৯বছর বয়সী এক শিশুকে রাতভর ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম মো. দুলালকে ইতিমধ্যে তাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে মুক্তাগাছা থানা পুলিশ। অপরদিকে ভিকটিম শিশুটি এখনো ময়মনসিংহ মেডিক্যেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।