পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জনসাধারণের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং অসহায় মানুষের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন প্রশংসনীয় ভূমিকা রাখছেন। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া “সুলভ মূল্যের হাট”সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
স্বাভাবিক বাজার দর হতে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে হাটটিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
রমজান মাসব্যাপী উপজেলার পরিষদ চত্বরে মঙ্গলবার ১৮ মার্চ) সকালে “সুলভ মূল্যের হাট”উদ্বোধন করেন ইউএনও এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।
যেখানে বোতলজাত ও খোলা সয়াবিন তেল, চিনি, ডিম, দেশীয় মাছ, ব্রয়লার মুরগি, গরুর গোশত, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। জনসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে। প্রতি বৃহস্পতিবার আর মঙ্গলবার সুলভ মূল্যের হাট বসবে।
স্থানীয়রা বলছেন, “ইউএনও সাহেব আমাদের জন্য যা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
ইউএনও এন.এম. আবদুল্লাহ-আল-মামুন
বলেন, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।