ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৪:৩৪ পিএম
ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নদীর পাড় ভেঙে ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগে ৩ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে ৩টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ১৩টি মিনি ড্রেজার মেশিন, ১৬টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ভোগাই নদীর উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা ও ডাক্তারঘোপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে