মেলান্দহে প্রতিবন্ধী হত্যা: গ্রেপ্তার ১

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৭:৫৪ পিএম
মেলান্দহে প্রতিবন্ধী হত্যা: গ্রেপ্তার ১

জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধি হত্যার ঘটনায় গৃহবধূ রেখা আক্তারকে (৩৫) পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। 

জানা গেছে, ১২ মার্চ বিকেল পৌনে ৬টার দিকে হাজরাবাড়ি এলাকার পশ্চিম ঢালুবাড়ি (চরপাড়া) গ্রামের বাহাদুর ফকিরের বাক প্রতিবন্ধী ছেলে সোহরাব আলী (৪০)কে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে স্বগোত্রীয় মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রেখা আক্তার (৩৫)। 

মুমুর্ষুবস্থায় আহত সোহরাব আলীকে প্রথমে মেলান্দহ পরে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবণতি হলে ১৬ মার্চ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই রাতেই তিনি ময়মনসিংহ হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ কতোয়ালি থানায় একটি ডিজি করা হয়। পোস্টমর্টেম শেষে ১৭ মার্চ রাতে সোহরাবের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়। 

অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-এ ঘটনায় নিহেতের ভাই আলতাফুর রহমান বাদি হয়ে মোয়াজ্জেম হোসেন এবং তার স্ত্রী রেখা আক্তারকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক মোয়াজ্জেমকে গ্রেপ্তার অভিযান চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে