নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে অসিত ভাদুরী(২৬)নামের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবক এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ মার্চ বুধবার সকালে বাড়ির সামনে বেল গাছের ডালের সাথে ঝুলন্ত লাশটি উদ্দার কর হয়। অসিত ওই এলাকার বেসরকারী সার্ভেযার অজিত ভাদুরীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ধর্মীয় কীর্তন দেখার জন্য বাড়ি থেকে বের হয় অসিত। সেখান থেকে রাত অনুমান সারে ১১টার দিকে বাসায় ফিরে ঘুমোতে চলে যায়। বুধবার সকাল ৬ ঘটিকার দিকে মা ডলি বেগম ঘর থেকে বাহির হয়ে দেখতে পায় তার ছেলে অসিত’কে ঘরের সামনে বেল গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরবর্তিতে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে অসিত বেঁচে আছে মর্মে গাছ থেকে নামিয়ে দুর্গাপুর হাসপাতালে নেয়ার প্রস্ততির সময় অসিতে মৃত্যু হয়।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আনার ব্যবস্থা করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনায় মর্গে পাঠানো হয়েছে।