গলাচিপা-পটুয়াখালী সড়কে হরিদেবপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় শনিবার সকাল ১০ টার দিকে বিপরীত থেকে আসা এক মোটরসাইকেলের ধ্বাক্কায় সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয় আরো ৩ জন। নিহত সুলতান খানের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
গলাচিপা থানার এসআই মো. সোহেল রানা জানান, শনিবার সকাল ১০টার দিকে সুলতান খা রাস্তা পারাপারের সময় ভাড়ায় চালিত একটি মোটর সাইলে তাকে ধাক্কা দেয়। এতে সুলতান খানসহ আরো তিনজন আহত হয়। এর মধ্যে সুলতান খান গুরুতর অসুস্থ হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট করেছে। অপরদিকে দুর্ঘটনার পরপরই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও অন্য আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, নিহত সুলতান খানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।