কাহারোল থানা পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, গতকাল শুক্রবার (২১মার্চ’২৫) সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের একটি কবর স্থানে এক ব্যক্তির লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের হাফ প্যান্টের পকেটে মোবাইল ফোন পাওয়া যায়। সেই মোবাইল ফোনের সিম এর তথ্য যাচাই পদ্ধতির মাধ্যমে আইডি কার্ড সনাক্তকরণ করে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায় এবং পুলিশ জানায়, সে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দাঁড়িয়াপুর গ্রামের মোঃ দলিল উদ্দীন এর ছেলে মোঃ মিলন (৩২) । পুলিশ তাৎক্ষণিক মিলনের পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা থানায় আসেন। থানায় আসা মিলনের ছোট ভাই বিপুল আহমেদ জানাান, প্রায় ৪/৫মাস পূর্বে আমার বড় ভাই মিলনকে দিনাজপুর বড় মাঠ এলাকায় ৩মাসের চিল্লার পাঠানোর জন্য নিয়ে গিয়ে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু পরে জানতে পারলাম সে চিল্লায় না গিয়ে কোথায় যেন চলে যায় এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি গতকাল পযর্ন্ত। এদিকে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।