গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে রাঙ্গামাটিতে মিছিল ও সমাবেশ

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৫:৪৩ পিএম
গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে রাঙ্গামাটিতে মিছিল ও সমাবেশ

দীর্ঘ দিন ধরে মুসলিম ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার (৭ এপ্রিল) দুপুরে রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে আহলে সুন্নাত ওয়াল জমা'আত বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অন্যদিকে বনরূপা জামে মসজিদ থেকে জোহরের নামাজের পর বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল থেকে গাজায় মুসলমানদের উপর নৃশংস গণহত্যা ও বর্বরতার নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। বিক্ষোভ মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরের গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় ধর্মপ্রাণ মুসল্লিরাসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জমা'আত জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা গাউসিয়া কমিটির আহবায়ক আলহাজ্ব আলী আকবর সওদাগর, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল আহাদ, রাঙ্গামাটি সিএনজি অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার শত্রু ইসরায়েলী দখলদার বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এবং গাজার মুসলিমদের জীবন রক্ষা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহন করে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে