ঈদুল ফিতর উপলক্ষে পোরশায় স্বল্প মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ১২:১২ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে পোরশায় স্বল্প মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পোরশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার লক্ষে উপজেলা পরিষদের সামনে স্বল্প মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান পন্য বিক্রি উদ্বোধন করেন। ইউএনও মো. আরিফ আদনান জানান, রমজান মাস শুরুর পূর্বে  স্বল্প আয়ের ক্রেতাদের সহজলভ্য মূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করার জন্য গরুর মাংস সহ খেজুর, মুড়ি, ছোলা, ডিম, চিনি সহ অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কিছুটা কমে বিক্রয় করা হয়েছিল। নওগাঁ জেলা প্রশাসক এর নির্দেশে এরই ধারাবাহিকতায় স্বল্প অয়ের ক্রেতাদের কথা বিবেচনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে বিবেচনায় নিয়ে পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই সহ অন্যান্য পণ্য ক্রেতাদের মাঝে প্যাকেজ আকারে বাজার মূল্যের থেকে প্রায় ৩০-৪০ টাকা কমে বিক্রি করা হবে বলে তিনি জানান। এসময় নিতপুর খাদ্যগুদামের ওসিএলএসডি রিয়াজুল হক উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে