পোরশায় বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ১২:০০ পিএম
পোরশায় বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যেগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট গণের সম্মানে ইফতার মাহফিল করা হয়েছে। সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি মাও: সাগর আলী। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হুজ্জাতুল্লাহ শেখ, সহসভাপতি কাওসার কামাল শাহ্, জেলা শিক্ষা সম্পাদক মাও: নজরুল ইসলাম ও পোরশা বড় মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে জামায়াতের আইবিডাব্লিউএফ বিভাগের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি নুরনবী, ওলামা বিভাগের সভাপতি আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাষ্টার, প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, বারিন্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতারে অংশগ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে