সাপাহারে গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০২:৩২ পিএম
সাপাহারে গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা

২৫মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে সাপাহারে স্মৃতিচারণ ও আলোচনা সভা সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় গণহত্যার স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন, সাপাহার উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী,সমাজ সেবা অফিসার, দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সম্পাদক বাবুল আকতার প্রমুখ। বক্তব্য ও স্মৃতিচারণ শেষে গণহত্যার শিকার সকল শহীদ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এমসময় উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তাগন ইমাম, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে