ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে বুধবার সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান ও উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ তালুকদার।
এ অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওার পর মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কৃত্তি ও স্মৃতিচারণ করে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফখরুজ্জামান মাষ্টার ও আবুল কালাম প্রমূখ। বক্তারা সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যাক্ত করেন।