চরভদ্রাসনে ৩শ’ ঈমামকে ঈদ সামগ্রী বিতরন

এফএনএস (কে এম রুবেল; ফরিদপুর) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৪:১৬ পিএম : | আপডেট: ২৭ মার্চ, ২০২৫, ০৪:১৬ পিএম
চরভদ্রাসনে ৩শ’ ঈমামকে ঈদ সামগ্রী বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক গ্রামের নিজ বাড়ীর আঙিনা থেকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আলমগীর কবিরের পক্ষে ৩শ’ মসজিদের ঈমামের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়েছে। উক্ত বিএনপি নেতা আমেরিকান প্রবাসী হওয়ায় নিজ পিতার নামে গড়া ‘হাজ্বী আব্দুর রহিম কল্যান ট্রাষ্টে’র মাধ্যমে তার ব্যাক্তি তহবিল থেকে উপজেলার ৩শ’ মসজিদ ঈমামের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়।

এসব ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘হাজ্বী আব্দুর রহিম কল্যান ট্রাষ্টে’র পরিচালক মোঃ মোস্তফা কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলেন সভাপতি কামরুল হাসান ফিরোজ ও যুবদল নেতা মোঃ মোজাফ্ফর হোসেন জাফর। অনুষ্ঠানটি সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উপজলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানের ঈমামদের উদ্দেশ্যে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা কে.এম ওবায়দুল বারী দীপু, শেখ আঃ কুদ্দুস আলী, আরমান আলী শিকদার ও মুফতী জাকারিয়া প্রমূখ। 

জানা যায়, উপজেলার প্রতিটি মসজিদ ঈমামকে আসন্ন ঈদুল ফিতর উদযাপনের জন্য ২৫ কেজির এক বস্তা মিনিকেট ভাতের চাল, ২কেজি পোলাও’র চাল, ২ প্যাকেট সেমাই, ১কেজি চিনি, ২ প্যাকেট গুড়া দুধ ও নগদ ১৫০০ করে টাকা বিতরন করা হয়। একই হারে অনুষ্ঠানে উপস্থিত ৩০০ মসজিদ ঈমামের মাঝে মোট সাড়ে ৭ মে.টন. মিনিকেট চাল, ৬০০ কেজি পোরাও’র চাল, ৬০০ প্যাকেট সেমাই, ৩০০ কেজি চিনি ,৬০০ প্যাকেট গুড়া দুধ ও নগদ সাড়ে ৪ লাখ করে টাকা বিতরন করা হয়।

এসব ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “আমেরিকান প্রবাসী আলমগীর কবির অত্যান্ত বড় হৃদয়ের নেতা। তিনি দীর্ঘকাল ধরে প্রতিটি উৎসবে ও দুর্যোগকালীন মুহূর্তে এলাকাবাসীর পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে চলেছেন। তাই আলমগীর কবিরের জীবনের সুখ সমৃদ্ধি ও সাফল্য কামনায় প্রধান অতিথি সকলের কাছে দোয়া কামনা করেন”।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে