কালাম-খালেক-সুশীল-শংকর দিবস

চাঁদপুরের মুক্তিযুদ্ধে প্রথম চার শহিদ দিবস ৩ এপ্রিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ১২:০৯ পিএম
চাঁদপুরের মুক্তিযুদ্ধে প্রথম চার শহিদ দিবস ৩ এপ্রিল

মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম চার শহিদ বীর মুক্তিযোদ্ধা  কালাম -খালেক-সুশীল-শংকর দিবস ৩ এপ্রিল।এ

উপলক্ষে বৃহস্পতিবার সকালে  শহিদদের বেদী- মুক্তি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। 

এ দিন সকাল ৮ টায় শোক মিছিল অনুষ্ঠিত হবে। সকাল ৮ টার মধ্যে মুক্তিকামী সকল মানুষকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন মুক্তিযুদ্ধে প্রথম চার শহিদ কালাম -খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদ-এর সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন ভূঁইয়া।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে