পাবনার চাটমোহরে ঈদের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) মরহুম মতিউর রহমান চৌধুরী ও ইমাম মাসুম ইকবাল স্মরণে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আরসিএন এন্ড বিএসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে এই ম্যাচের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা। এসময় ডাঃ এম এ জলিল,সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,মোঃ জিয়াউর রহমান,শাফি খোন্দকার,হাসানুজ্জামান সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন। ম্যাচ শুরুর আগে মরহুম মতি ও মাসুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।