নন্দীগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ১০:৪৫ এএম
নন্দীগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু

 বগুড়ার নন্দীগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় অটোভ্যানের যাত্রী রিফা খাতুন (২৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় রিফা খাতুনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড়ে  দূর্ঘটনাটি ঘটে। নিহত রিফা খাতুন শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী বুলবুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, উপজেলার কহুলী গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে ওষুধ কেনার জন্য তিন বছরের ছেলে ইউসুফকে নিয়ে অটোভ্যানে করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন রিফা খাতুন। কৈগাড়ি মোড়ে এসে পৌঁছিলে বগুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটর সাইকেল অটোভ্যানে পিছনে ধাক্কা দিলে অটোভ্যানটি উল্টে যায়। এতে অটোভ্যানে থাকা যাত্রী সৌদি প্রবাসীর স্ত্রী রিফা খাতুন ও তার ছেলে ইউসুফ আলী গুরুতর আহত হয়।

এ দুর্ঘটনায় মোটর সাইকেল চালকেরও ডান পা ভেঙ্গে যায়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মোটর সাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এসময় চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় সৌদি প্রবাসীর স্ত্রী রিফা খাতুন মারা যায়। দুর্ঘটনায় রিফার ছেলে ইউসুফ আলী সুস্থ রয়েছে বলে জানা যায়। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামানের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে