পাবনার চাটমোহরে নবীন-প্রবীণ স্কাউটার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা স্কাউটস এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে স্মার্ট স্কাউটস টীম চাটমোহর এ মিলন মেলার আয়োজন করে। পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কাউট দল ও বড়াল মুক্ত স্কাউট দলের সহযোগিতায় ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্কাউটদের মিলনমেলা উৎসবে রূপ নেয়। স্কাউটার মিলন মেলায় ঈশ্বরদীর মোঃ নওশাদ আলী (এল.টি) ২০১৯ সালের শ্রেষ্ঠ স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সাবেক উপ কমিশনার ও পাবনা জেলা স্কাউটস কমিশনার মির্জা আলী নাসির,আরিফুল হায়দার, এনামুল হক,জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম রানা,নজরুল ইসলাম মিলন, রশিদ নিউটন,শিক্ষক ও সাংবাদিক মো. নূরুল ইসলাম,আব্দুস সাত্তার,আব্দুস সবুর,সেকেন্দার আলী, মুকুল হোসেন, জুবায়ের হোসেন, আব্দুর রাজ্জাকসহ বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।