চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে কর্মরত সকল সাংবাদিকদের সাথে চারঘাট উপজেলা জামায়াতের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক। চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো: রুবেল আলী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মো: শোয়েব আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের চারঘাট পৌরসভা ও সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সনি আজাদ । চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবাইদুল হক রবি। এছাড়াও উপস্থিত ছিলেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাংচ্চু। চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। চারঘাট থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক শাহীনুর সুজন, প্রচার সম্পাদক পিংন্টু আলী, সদস্য রিগেন সরকার, জিল্লুর রহমান, ইসতিয়াক আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সঠিক নিউজ করার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন।