জনতা ব্যাংকের পরিচালক হলেন দৌলতখানের মোঃ ওবায়েদুল হক

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
জনতা ব্যাংকের পরিচালক হলেন দৌলতখানের মোঃ ওবায়েদুল হক

জনতা ব্যাংক পিএলসি - এর পরিচালনা পর্ষদে  পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়েদুল হক। এর আগে তিনি   এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট-এর   অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৪ মার্চ অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক অধিশাখা উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পরিচালক হিসেবে তিন বছর মেয়েদে তাকে  নিয়োগ দেয়া হয়। একই সাথে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

ভোলা দৌলতখানের কৃতি সন্তান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক এর গ্রামের বাড়ি দৌলতখান  উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়ধলী গ্রামে। উপজেলার গুপ্তগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। ১৯৭৮ সালে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে (মেট্রিক) এসএসসি পাস করেন । ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স ডিগ্রি লাভ করে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। দুই হাজার তেইশ সালের শেষের দিকে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।  অভিনন্দন : মোঃ ওবায়দুল হক জনতা ব্যাংক পিএলসি- এর পরিচালনা পর্ষদে পরিচালক পদে নিয়োগ পাওয়ায় দৌলতখানের সামাজিক  সাংস্কৃতিক সংস্থা, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণির মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে